শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অনুদান আছে কর্মকাণ্ড নেই!

অনুদান আছে। অথচ কর্মকান্ড নেই ক্রীড়াঙ্গনে এমন ফেডারেশনের সংখ্যা একেবারে কম নয়। ভালো করার সম্ভাবনা আছে একমাত্র অর্থের কারণে বড় কোনো পরিকল্পনা নেওয়া যাচ্ছে না। এ ঘটনা অনেক দিনের। এর পেছনে একটাই মাত্র কারণ ব্যাঙের ছাতার মতো একের পর এক নতুন খেলার ফেডারেশন তৈরি হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের সহজেই অনুমোদন পেয়ে যায় বলে তাদেরও বার্ষিক অনুদান মিলে যায়। সম্ভাবনা নেই এমন ফেডারেশন বিলুপ্ত করার দাবি দীর্ঘদিনের। এতে করেও নীরব ভূমিকা পালন করছিল ক্রীড়া পরিষদ। এবার মনে হয় নড়ে চড়ে বসছে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক এ সংস্থা।

সর্বশেষ খবর