শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মালদিনির পর ইব্রাহিমোভিচ

সেলটিক ১-৩ এসি মিলান

মালদিনির পর ইব্রাহিমোভিচ

এসি মিলানের জার্সিতে গত বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচ খেলতে নেমে দারুণ একটা রেকর্ড গড়েছেন। ২০০৯ সালে ৪০ বছর ২৪৫ দিন বয়সে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে খেলতে নেমে রেকর্ড গড়েছিলেন পাওলো মালদিনি। তার পর সবচেয়ে বয়সী হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ম্যাচ খেললেন ইব্রাহিমোভিচ (৩৯ বছর ১৯ দিন)। এই ম্যাচে সেলটিককে ৩-১ গোলে হারিয়েছে এসি মিলান। ইতালিয়ান জায়ান্টদের পক্ষে গোল তিনটি করেন ক্রুনিচ, ডিয়াজ ও হগ।

সর্বশেষ খবর