রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ফিটনেসে সন্তুষ্ট ফিজিও

ক্রীড়া প্রতিবেদক

ফিটনেসে সন্তুষ্ট ফিজিও

শুরু হয়ে গেল ফুটবলারদের প্রীতিম্যাচের প্রস্তুতি। আগামী মাসে ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি প্রীতিম্যাচ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। হেড কোচ জেমি ডে লন্ডনে। তিনি না আসা পর্যন্ত অনুশীলন করাবেন স্থানীয় কোচ মাসুদ পারভেজ কাওসার। তাকে সহযোগিতা করছেন গোলাম রব্বানী জিলানী ও পারভেজ বাবু। অনুশীলন হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ৩৬ জনকে প্রাথমিক স্কোয়াডে ডাকা হয়েছে। তবে প্রথম দিন মাঠে নামেন ১৫ জন ফুটবলার। প্রায় আট মাস পর আনুষ্ঠানিকভাবে অনুশীলনে নেমেছেন আশরাফুলরা। বসুন্ধরা কিংসের ফুটবলাররা মঙ্গলবার ক্যাম্পে যোগ দেবেন জানা গেছে। কিন্তু ক্যাম্পে ডাক পেলেও পুরোপুরি ফিট না থাকায় মাসুক মিঞা ও মতিন মিঞাকে ছাড়তে রাজি নয় কিংস কর্তৃপক্ষ।

কিংসের যারা ডাক পেয়েছেন তারা দুই মাস ধরে স্প্যানিশ কোচ অস্কারের তত্ত্বাবধানে অনুশীলনে ছিলেন। জাতীয় দলের জন্য যা উপকারে আসবে। প্রথমদিনে সকালে ১ ঘণ্টা অনুশীলন করেন ফুটবলাররা। মাসুদ পারভেজ জানালেন দীর্ঘদিন ধরে ফুটবলাররা মাঠের বাইরে। স্বাভাবিকভাবেই ফিটনেসের ঘাটতি থাকারই কথা। কিন্তু সন্তুষ্টির কথা জানালেন ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার। তিনি খতিয়ে দেখেছেন ফিটনেসে তেমন কোনো ঘাটতি নেই। হার্টরেট, স্ট্যামিনা ও স্পিড ঠিকই আছে। প্রথমদিনে যারা অনুশীলন করেছেন সেখানেও ফিটনেস দেখে খুশি কোচ মাসুদ পারভেজ। তবে অনুশীলনে সবাই নামলে আসল চিত্রটা পরিষ্কার হবে বলে জানান তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর