রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পরিবর্তনের ডাক ধোনির

ক্রীড়া ডেস্ক

পরিবর্তনের ডাক ধোনির

ভারতীয় প্রিমিয়ার লিগে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবার সবার আগে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ১১ ম্যাচে তাদের জয় মাত্র তিনটি। ৮ ম্যাচে হারে পয়েন্ট তালিকায় সবার নিচে। সব শেষ ম্যাচে তারা মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে হেরে গেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। দলের এমন বাজে অবস্থার পর পরিবর্তনের ডাক দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগামী মৌসুমে দলকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন ‘ক্যাপ্টেন-কুল’। ধোনি বলেন, ‘ভালো করতে না পারলে তার পেছনে শত শত কারণ থাকতে পারে। কিন্তু আপনার নিজেকেই প্রশ্ন করতে হবে, কেন নিজের সেরা পারফর্ম করতে পারলেন না। কন্ডিশন যেমনই হোক না কেন!’

চেন্নাই সুপার কিংসকে এবার বলা হচ্ছে ‘বুড়োদের দল’। পারফর্ম করতে না পারার পেছনে এটি যে বড় বাধা বড় বাধা তা অনুধাবন করতে পারছেন ধোনিও। তবে সামনের মৌসুমে নিলাম থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তনের আভাস দিয়েছেন ধোনি, ‘সামনের মৌসুমে কি পরিবর্তন হবে না হবে সেই ছবিটা এবার পরিষ্কার হয়ে গেছে। তবে আমি নেটে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দেখেছি যারা সামনের মৌসুমে অনেক ভালো করতে পারে।’

শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে শেন ওয়াটশনকে বসিয়ে দলে নেওয়া হয়েছিল ৪১ বছর বয়সী ইমরান তাহিরকে। কিন্তু কোনো লাভ হয়নি। পরের তিন ম্যাচে তরুণদের সুযোগ দিতে চান ধোনি।   

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর