সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

টিটির লিনুর সাইক্লিং ভাবনা

ক্রীড়া প্রতিবেদক

টিটির লিনুর সাইক্লিং ভাবনা

টেবিল টেনিসে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন জোবেরা রহমান লিনু। এই তথ্য খেলাধুলা সম্পর্কে এক-আধটু খোঁজ রাখেন তারা প্রায় সবাই জানেন। কিন্তু এই লিনু যে সাইক্লিংয়েও জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন তিনবার! ১৯৭৮, ১৯৭৯ ও ১৯৮০ সালের জাতীয় চ্যাম্পিয়ন লিনু নতুন করে দায়িত্ব পেয়েছেন সাইক্লিং ফেডারেশনে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েই তৎপর হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে আলাপা-আলোচনা করে সামনের পথচলার একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করছেন।

গতকাল মুঠোফোনে লিনু বলেন, ‘আমাদের প্রথম সমস্যা অনুশীলনের মাঠ নেই। সাইক্লিস্টরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে গেলে তারা ভয় পেয়ে যায়। কারণ, এখানে তো অনুশীলন করারই সুযোগ পায় না।’ তিনি জানালেন, শিগগিরই ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করা সাইক্লিস্টদের জন্য কিভাবে একটা মাঠ তৈরি করা যায় তা ঠিক করবেন। পাশাপাশি স্কুল পর্যায় থেকে সাইক্লিং প্রতিভা অন্বেষণের কাজটাও শুরু করতে চান তিনি। ভবিষ্যতে ভালোমানের সাইক্লিস্ট পেতে হলে এর বিকল্প নেই। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতেই বড় ধরনের সাইক্লিং প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছে আছে নতুন কমিটির। বিজয় দিবসেই দেখা যেতে পারে সাইক্লিংয়ের লড়াই।

সর্বশেষ খবর