সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শেখ জামাল টেনিস প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত শহীদ লে. শেখ জামাল টেনিস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল আর্মি টেনিস অ্যান্ড স্কোয়াস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর  ১৯ পদাতিক ডিভিশন দলগত চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন রানারআপ হয়। পুরুষ এককে (উন্মুক্ত) মেজর আবু জালাল মো. ইকবাল, পুরুষ দ্বৈতে (লে. হতে ক্যাপ্টেন পর্যন্ত) ক্যাপ্টেন  আসিফুর রহমান ও ক্যাপ্টেন গাজী তানজির হাসান  এবং পুরুষ দ্বৈতে (মেজর এবং তদূর্ধ্ব) মেজর আবু জালাল মো. ইকবাল ও মেজর এ এস এম খাইরুল আনাম এবং মহিলা দ্বৈতে মেজর অর্না ধর ও লেফটেন্যান্ট ফারিয়া নিজ নিজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

সর্বশেষ খবর