মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জার্মান বুলডোজার রুখবে কে

মাঠে নামছে রিয়াল, লিভারপুল, ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

জার্মান বুলডোজার রুখবে কে

বায়ার্ন মিউনিখ এক দুরন্ত দল হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আধিপত্য বিস্তার করে রেখেছে। গোল করার ক্ষমতার দিক দিয়ে তারা অসাধারণ এক দল। বুলডোজারের মতো প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে তারা গুঁড়িয়ে দিচ্ছে। গত ছয় ম্যাচে গোল করেছে ২৩টি। গত মৌসুমে ট্রেবল জেতা (লিগ, কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ) বায়ার্নকে রুখবে কারা, তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজ চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে রুশ ক্লাব লুকোমোটিভ মস্কোর। এই দলের বিপক্ষে শেষবারের লড়াইয়ে (১৯৯৫) ৫-০ গেলে জয় পেয়েছিল বায়ার্ন। এ গ্রুপের ম্যাচে দুরন্ত এই বায়ার্নই আজ অতিথি হচ্ছে মস্কোর মাঠে। এই গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রেড বুল স্যালজবার্গ। প্রথম ম্যাচে বায়ার্নের কাছে ৪-০ গোলে হেরেছিল অ্যাটলেটিকো।

চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোর লড়াই জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে রিয়াল মাদ্রিদ। অবশ্য এর মধ্যেও সতর্ক সার্জিও রামোসরা। খারাপ সময়টা দূরে ছুড়ে ফেলতে বদ্ধপরিকর। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ আজ মুখোমুখি হবে জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ডনেস্কের কাছে পরাজিত রিয়াল মাদ্রিদের সামনে জয়ের খুব একটা বিকল্প নেই। আজ পয়েন্ট হারালে সামনের পথ অনেক কঠিন হয়ে যাবে জিনেদির জিদানের দলের সামনে। সার্জিও রামোস বলেছেন, ‘প্রত্যেক ক্লাবেরই খারাপ সময় থাকে। আশা করি এবারের খারাপ সময়টা এক সপ্তাহেই শেষ হবে।’ এল ক্ল্যাসিকো জিতেও রিয়াল মাদ্রিদ বেশ সতর্ক। জিনেদিন জিদান তার চাকরি আপাতত ঠিক রাখলেও সামনে আছে অনেক বিপদ। চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের প্রথম ম্যাচে শাখতারের কাছে পরাজয় জিদানের চাকরি হুমকির মুখে পড়ে গিয়েছিল। এখনো কয়েকটা ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখের সঙ্গে অতীতও খুব একটা সুবিধার নয় রিয়ালের। চারবারের সাক্ষাতে একবার করে জয় পেয়েছে দুই দল। ড্র করেছে বাকি দুইবার। বি গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হবে শাখতার ডনেস্ক ও ইন্টার মিলান।

এছাড়াও সি গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে মার্সেই-ম্যানসিটি ও পোর্তো-অলিম্পিয়াকস। আগের ম্যাচে ম্যানসিটি ৩-১ গোলে হারিয়েছিল পর্তুগিজ ক্লাব পোর্তোকে। আজ জিতলে সুবিধাজনক স্থানে পৌঁছে যাবে পেপ গার্ডিওলার দল। ২০১৯ সালের ইউরোপসেরা লিভারপুলের প্রতিপক্ষ আজ ড্যানিশ ক্লাব মিজিল্যান্ড। প্রথম ম্যাচে অলরেডরা ডাচ ক্লাব আয়াক্সকে ১-০ গোলে হারিয়েছিল। ডি গ্রুপের ম্যাচে ইতালিয়ান ক্লাব আটলান্টা মুখোমুখি হবে ডাচ ক্লাব আয়াক্সের।

 

রেকর্ড

বায়ার্ন মিউনিখ রুশ ক্লাব লুকোমোটিভ মস্কোর মাঠে শেষবার খেলেছিল ১৯৯৫ সালের সেপ্টেম্বরে। সেবার তারা ৫-০ গোলে জয় পেয়েছিল।

লিভারপুল ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের মাঠে গত ২৬ ম্যাচে কেবল একবারই হেরেছে (অ্যাটলেটিকোর কাছে ৩-২ গোলে)। এর মধ্যে ১৮ বারই জিতেছে।

মঞ্চেনগ্লাডবাখের সঙ্গে পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। আগের চারবারে একবার করে জিতেছে দুই দল। ড্র করেছে দুইবার।

ফ্রেঞ্চ ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গত সাত ম্যাচে কেবল দুইবার জয় পেয়েছে ম্যানসিটি। ড্র করেছে দুই ম্যাচে। হেরেছে তিন ম্যাচে।

সর্বশেষ খবর