মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ফুটবলে ম্যানেজার পদে পরিবর্তন!

নেপালের বিপক্ষেই নতুন ম্যানেজার দেখা যেতে পারে। আগামী সপ্তাহে ম্যানেজমেন্ট কমিটির সভা ডাকা হয়েছে। সেখানেই নতুন ম্যানেজার নিয়ে আলোচনা হতে পারে

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলের ম্যানেজার নিয়ে বিতর্ক বরাবরই। ৭০ ও ৮০ দশকে কোচ ও ম্যানেজার, দুটো পদেই মনোনয়ন নিয়ে কম সমালোচনা হয়নি। কখনো বলা হতো জাতীয় দলে মোহামেডানের খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হচ্ছে, কখনো আবাহনীকে ঘিরে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। আগের মতো না হলেও এখনো বিতর্কটা থেকেই যাচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সত্যজিত দাস রুপু। এতদিন ধরে অতীতে কেউ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেননি। রুপুর যোগ্যতা নিয়েও প্রশ্ন নেই। তবু তাকে ঘিরেও সমালোচনা কম হচ্ছে না। বিশেষ করে তিনি লোকাল ফুটবলে ঢাকা আবাহনীর ম্যানেজার থাকায় অনেক ক্লাবই দাবি তুলেছিল জাতীয় দলে রুপুকে যেন না রাখা হয়। এতে তার ভিতরে নাকি বিশেষ এক দুর্বলতা কাজ করে। কাজী সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন। নতুন মেয়াদে তিনি চাচ্ছেন বিতর্কমুক্ত থাকতে। নির্বাহী কমিটির প্রথম সভায় তিনি সাব-কমিটি গঠন করেছেন। আবার এটাও বলেছেন কারও দায়িত্ব স্থায়ী নয়। ব্যর্থ হলে দায়িত্ব ছাড়তে হবে। এবার তিনি ম্যানেজার পদেও পরিবর্তন আনতে চাচ্ছেন। নেপালের বিপক্ষেই নতুন ম্যানেজার দেখা যেতে পারে। আগামী সপ্তাহে ম্যানেজমেন্ট কমিটির সভা ডাকা হয়েছে। সেখানেই নতুন ম্যানেজার নিয়ে আলোচনা হতে পারে। এ কমিটি যদি কারও নাম ঠিক করে তা অনুমোদনের জন্য পাঠাতে হবে নির্বাহী কমিটির কাছে। পেশাদারিত্বের যুগে সালাউদ্দিন চাচ্ছেন বেতনভুক্ত ম্যানেজার।

সর্বশেষ খবর