মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বোর্ডের সবার পদত্যাগ!

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সব সদস্যই তাদের পদ ছেড়ে দিয়েছেন। পুরো বোর্ডের পদত্যাগের বিষয়টি টুইটারে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে সিএসএ।

দেশটির ক্রিকেট বোর্ডে গত বছর থেকেই অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় চার দিন আগে বোর্ডের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মেম্বার্স কাউন্সিল পুরো বোর্ডকে পদত্যাগ করতে বলেছিল। গত রবিবার সিএসএ-এর ভারপ্রাপ্ত সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামসসহ ছয় জন বোর্ড সদস্য পদত্যাগ করেন। এরপর বাকি চারজন গতকাল পদত্যাগ করেন। এখন মেম্বার্স কাউন্সিলের প্রধান রিহান রিচার্ডস সিএসএ’র ক্রিকেট সংশ্লিষ্ট সব বিষয়ের প্রধান হিসেবে কাজ করবেন। তবে বোর্ডে টালমাটাল অবস্থা চললেও মাঠের ক্রিকেটে কোনো প্রভাব পড়বে না! নির্ধারিত সময়েই ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর থেকে তাদের ঘরোয়া লিগও শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর