বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পেছাচ্ছে টি-২০ টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের প্রতিকূলতাকে জয় করে সফলভাবে তিন দলের টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। ১৫ নভেম্বরকে সম্ভাব্য তারিখ ধরে এখন আরও বড় আঙ্গিকে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে। অবশ্য করপোরেট দল এখনো চূড়ান্ত হয়নি। তাই টুর্নামেন্টটি আরও এক সপ্তাহ পেছাবে জানিয়েছেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, ‘বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) তিন দিন আগে টুর্নামেন্টের বিষয়ে অফিশিয়ালি জানিয়েছেন। আমরা সম্ভাব্য তারিখ ১৫ নভেম্বর ধরে কাজ করছি। কিন্তু দল এখনো চূড়ান্ত হয়নি। তাই টুর্নামেন্টটি আরও এক সপ্তাহ পেছাতে পারে।’ চলতি মৌসুমের বিপিএল হবে না। এজন্য পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে বেশ বড় অঙ্কের বাজেট ধরা হয়েছে। প্রতি দলের সম্ভাব্য বাজেট ২ কোটি টাকা। সে হিসাবে প্রাইজমানি ছাড়া টুর্নামেন্টের বাজেট ১০ কোটি টাকা। চার ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ১০, ৮, ৬ ও ৪ লাখ টাকা। সিঙ্গেল লিগ পদ্ধতির টুর্নামেন্টের ম্যাচগুলো হবে শুধু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।  

কোয়ারেন্টাইন ইস্যুতে শেষ মুহূর্তে স্থগিত হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এরপরই বিসিবি ক্রিকেট ও ক্রিকেটারদের মাঠে ফেরাতে আয়োজন করে তিন দলের বিসিবি প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট। এবার আয়োজন করছে টি-টোয়েন্টি করপোরেট টুর্নামেন্ট। এজন্য করপোরেট দল চেয়ে আজ-কালের মধ্যে বিজ্ঞাপনও দিতে যাচ্ছে বিসিবি। যদি করপোরেট দলের সংখ্যা কম হয়, তাহলে বাকি দলগুলোর স্পন্সর করবে বিসিবি। তেমনই জানিয়েছেন বিসিবি পরিচালক, ‘বিসিবি টেন্ডার দিচ্ছে করপোরেট দল চেয়ে। যদি এক-দুটি দল কম আসে, তাহলে অবশিষ্ট দলগুলোর দায়িত্ব নেবে বিসিবি।’ জাতীয় দল, এইচপি, অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের নিয়ে প্লেয়ার্স ড্রাফট করবে বিসিবি। এ নিয়ে কাজ শেষের পথে। তাদের মধ্য থেকে করপোরেট দলগুলো ১৬ জন করে ৮০ ক্রিকেটার বাছাই করে নেবে। দল গঠনে প্রতিটি দল সর্বোচ্চ ২ কোটি টাকা ব্যয় করবে বলেন বিসিবি পরিচালক, ‘প্রতিটি করপোরেট হাউস দল গঠনে সর্বোচ্চ ২ কোটি টাকা ব্যয় করতে পারবে। কোনো বিদেশি ক্রিকেটার খেলবে না টুর্নামেন্টে। স্থানীয় কোচরাই দলগুলোর কোচিং করাবেন।’

টি-টোয়েন্টি করপোরেট টুর্নামেন্ট শেষে জানুয়ারির শেষ সপ্তাহে মাঠে গড়াবে ঢকা প্রিমিয়ার ক্রিকেট।

সর্বশেষ খবর