বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অবশেষে বার্সা প্রেসিডেন্টের পদত্যাগ

-ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির সঙ্গে তিক্ত সম্পর্কে জড়ানোই কাল হলো বার্সা প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেউর। অবশেষে বাধ্য হয়েই তাকে পদত্যাগ করতে হলো। বার্সা সমর্থকরা ক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিল, ‘নো কনফিডেন্স’ (অনাস্থা) ভোট করার। কাতালান সরকারও সবুজ সংকেত দেয় ‘নো কনফিডেন্স’ ভোটের ব্যাপারে। কিন্তু সেই ভোটাভুটি হওয়ার আগেই সব ডিরেক্টরদের নিয়ে পদত্যাগ করলেন মারিয়া বার্তোমেউ। পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় বার্তোমেউ বলেন, ‘আমি সবাইকে অবগত করতে চাই যে সব বোর্ড ডিরেক্টরদের নিয়ে আমি পদত্যাগ করছি।’ পদত্যাগের ব্যাপারে সব ডিরেক্টরই সহমত দিয়েছেন। বায়ার্নের মিউনিখের কাছে বার্সেলোনা ৮-২ গোলে পরাজিত হওয়ার পর মেসি ক্লাব ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। সেই সময়ই বার্তোমেউর পদত্যাগের দাবি করেন অনেকে। এরপর ২০ হাজার সদস্য ‘নো কনফিডেন্স’ ভোট চান। বার্তোমেউ নিজের দূরবস্থা বুঝতে পেরে ভোট হওয়ার আগেই পদত্যাগ করলেন। ২০১৪ সালের ২৩ জানুয়ারি বার্সেলোনায় প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন তিনি। 

 

সর্বশেষ খবর