বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু জুনিয়র এশিয়ান হকি পিছিয়ে গেল

পিছিয়ে গেল বঙ্গবন্ধু এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপ। আগামী জানুয়ারিতে ঢাকায় ১০ দেশকে নিয়ে এ আসর হওয়ার কথা ছিল। কিন্তু সামনে করোনাভাইরাসের ভয়াবহতার কথা ভেবে হকি ফেডারেশন টুর্নামেন্ট পিছিয়ে দেয়। তাছাড়া বাংলাদেশ সরকারও অনুমতি দেয়নি। এশিয়ান হকি ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে শিডিউল পরিবর্তনের কথা। তারাও রাজি হয়েছে। এখন ২০২১ সালের মে কিংবা জুন মাসে নতুন তারিখ ঘোষণা হবে।

 তবে মার্চ মাসেই ঢাকায় শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। অনূর্ধ্ব ২১ টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের যুবাদের আবাসিক ক্যাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, জানুয়ারিতে টুর্নামেন্ট না হওয়ায় ডিসেম্বর থেকেই ঢাকা প্রিমিয়ার হকি লিগ মাঠে নামাতে চাই। ২ নভেম্বর ফেডারেশনের নির্বাহী কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে ঊষা ক্রীড়াচক্র প্রিমিয়ার না প্রথম বিভাগে খেলবে তা সিদ্ধান্ত হবে। এর পরই লিগ শুরুর তৎপরতা শুরু হয়ে যাবে।

সর্বশেষ খবর