শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অবশেষে ঢাকায় এলেন জামাল

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি তো খেলবেনই। তবু সংশয় ছিল নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এই প্রবাসী ফুটবলার ডেনমার্ক থেকে ঢাকায় আসবেন কিনা? কেননা বিশ্বকাপ বাছাই পর্বে ফুটবলারদের যখন ক্যাম্প শুরু হয় তখন তিনি আসেননি। পরে শোনা গেল ম্যাচের দুই দিন আগে দলের সঙ্গে যোগ দেবেন। সেই টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ায় জামালের আসার প্রয়োজন পড়েনি। তাকে ঘিরে সংশয়টা ছিল করোনাভাইরাস নিয়ে। ধারণা করা হচ্ছিল জামালের ইচ্ছা থাকলেও হয়তো তার পরিবার-পরিজন আসতে দেবে না।

না, জামাল সব সংশয় দূর করে ঢাকায় এসেছেন। গতকাল সকালে এসে পৌঁছান। ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে। নেতৃত্ব তার হাতে থাকবে এটাও প্রায় নিশ্চিত। বিকালে উড়ে আসেন হেড কোচ জেমি ডে। সঙ্গে এসেছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসি ও নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলি। ফিনল্যান্ড প্রবাসী বসুন্ধরা কিংসের ফুটবলার তারিক রায়হান কাজী আগেই ঢাকা আসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর