শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মহিউদ্দিন না তাবিথ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াঙ্গনের নির্বাচনে এই প্রথম দুই প্রার্থীর পক্ষে সমান সমান ভোট। ৩ অক্টোবরের বাফুফে নির্বাচনে চার সহসভাপতি পদে আট প্রার্থী ছিলেন। ইমরুল হাসান প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ৮৯ ভোট পেয়ে জয়ী হয়ে ইতিহাস গড়েন। কেননা, এর আগে এই পদে অভিষেকে কোনো প্রার্থীই এত ভোট পাননি। কাজী নাবিল আহমেদ ৮১ ও নতুন মুখ আতাউর রহমান ভুঁইয়া মানিক ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। শুধু তাই নয়, প্রথম নির্বাহী কমিটির সভায় তিনজনকেই বিভিন্ন সাব-কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

শেখ মারুফ ৬১, আমিরুল ইসলাম বাবু ৫৬ ও আবদুল্লাহ আল ফুয়াদ ৪৮ ভোট পাওয়ায় পাস করতে পারেননি। অন্যদিকে সহসভাপতি পদে অপর দুই প্রার্থী তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুইজনেই ৬৫ ভোট পান। আগামীকাল দুই প্রার্থীকে আবার নির্বাচনে মুখোমুখি হতে হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর