শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রাশফোর্ডের হ্যাটট্রিকে ম্যানইউর বড় জয়

ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচে শক্তিশালী পিএসজিকে হারিয়েছিল। সেই আত্মবিশ্বাস নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পরশু রাতে ঘরের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লিপজিগকে। ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে মাত্র ১৮ মিনিটে হ্যাটট্রিক করেছেন মার্কাস রাশফোর্ড। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউর এটা টানা দ্বিতীয় জয়। একই দিনে আরেক ইংলিশ ক্লাব চেলসি ৪-০ গোলে ক্রাসনোদোর, সেভিয়া ১-০ গোলে রেনে, বুরুশিয়া ডর্টমুন্ড ২-০ গোলে সেন্ট পিটার্সবার্গ, প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে পিএসজি ২-০ গোলে বেসেখতার ইস্তাম্বুলকে হারায়। এ ছাড়া ক্লাব ব্রুজেস-ল্যাজিও ১-১ এবং ফেরেঙ্কবাস-ডায়নাভো কিয়েভ ২-২ গোলে ড্র হয়েছে।

ওল্ড ট্রাফোর্ডের পরিচিত পরিবেশে সোলে গানারের শিষ্যরা ফুটবল খেলেছিল লিপজিগের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে অলরেডরা। ২১ মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা পায় ম্যানইউ। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবার পাসে ব্যবধান ১-০ করেন গ্রিনউড। ৬৩ মিনিটে গ্রিনউডকে উঠিয়ে ম্যানইউর কোচ মাঠে নামান রাশফোর্ডকে। মাঠে নেমেই প্রথম গোলের দেখা পান ৭৪ মিনিটে। এরপর ৭৮ মিনিটে দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয়, ৮২ মিনিটে হ্যাটট্রিক করেন রাশফোর্ড। ৮৭ মিনিটে ম্যাচের পঞ্চম গোল করেন মার্শিয়াল। 

সর্বশেষ খবর