রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কিংসে আরেক আর্জেন্টাইন

ক্রীড়া প্রতিবেদক

কিংসে আরেক আর্জেন্টাইন

লিওনেল মেসির সতীর্থ হারনান বারকোস চলে গেছেন। আর্জেন্টাইন এ তারকাকে খেলতে দেখে অভিভূত হয়েছিলেন ঢাকার দর্শকরা। তার বিদায়ের পর আরেকজন আর্জেন্টাইনকে দলে নিচ্ছে বসুন্ধরা কিংস। পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার বেসেরার সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছে। তিনি ঢাকায় এলেই আনুষ্ঠানিক চুক্তি হবে।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এ ব্যাপারে বলেন, ‘রাউলের সঙ্গে আমাদের চূড়ান্ত আলোচনা হয়েছে। ভিসা পেলেই সে ঢাকা আসবে। তখনই আনুষ্ঠানিক চুক্তি হবে।’ রাউল এর আগে আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি এবং কাতারের বিভিন্ন ক্লাবে খেলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আর্জেন্টিনোস জুনিয়রসের জার্সিতে খেলা। এই দলটি আর্জেন্টিনার শীর্ষ লিগ প্রিমেরা ডিভিশনের অন্যতম সেরা দল। ২০১০ সালেও তারা লিগ জয় করেছে। কোপা লিবারতেদরস কাপ জয়ের রেকর্ডও আছে তাদের। ইকুয়েডরের শীর্ষ লিগে খেলা ক্লাব দিপোর্তিভো কুয়েনাতেও খেলেছেন রাউল। ট্র্যান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী সবমিলিয়ে ৫৫টি গোল করার পাশাপাশি ১৫টি গোলে এসিস্টও করেছেন রাউল।

এর আগে আর্জেন্টাইন তারকা হারনান বারকোস বসুন্ধরা কিংসের জার্সিতে একটিমাত্র ম্যাচ খেলেছেন। এএফসি কাপের সেই ম্যাচে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে ৪ গোল করেছিলেন তিনি। এরপর করোনাভাইরাসের কারণে ফুটবল বন্ধ হয়ে যাওয়ায় বারকোসের খেলা আর দেখা হয়নি ঢাকার দর্শকদের। এবার রাউল অস্কার বেসেরার ফুটবল জাদুতে মুগ্ধ হতে পারবেন বসুন্ধরা কিংসের সমর্থকরা! সামনের মাসেই নতুন ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা। এর আগেই দল গোছানোর কাজটা পুরোপুরি সেরে নিতে চাইছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এরই মধ্যে তারা দলে নিয়েছে ব্রাজিলের রবিনহো ও ফার্নান্দেজকে। এছাড়াও আছেন ইরানের ডিফেন্ডার খালেদ শাফিই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর