রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মেসিকে ঘিরেই নির্বাচনী কৌশল

ক্রীড়া ডেস্ক

মেসিকে ঘিরেই নির্বাচনী কৌশল

লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পদত্যাগে বাধ্য হয়েছেন যোসেফ মারিয়া বার্তোমেউ। এবার নতুন প্রেসিডেন্টের অপেক্ষায় আছে ক্লাব। শিগগিরই অনুষ্ঠিত হবে নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে আছেন ভিক্টর ফন্ত। এরই মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করে চলেছেন তিনি। বলছেন, বার্সেলোনায় মেসি-গার্ডিওলা পুনর্মিলন প্রয়োজন। কেবল তাই নয়, জাভি, ইনিয়েস্তা এবং পুয়লকেও বার্সেলোনায় আনার কথা বলছেন ভিক্টর।

লিওনেল মেসিকে কেন্দ্র করেই বর্তমানে বার্সেলোনায় আলোচনা চলছে। নতুন কমিটির লোকদের অন্যতম দায়িত্বই হবে মেসিকে দলে রাখার ব্যবস্থা করা। আর্জেন্টাইন তারকার সঙ্গে সামনের জুনেই বার্সেলোনার বর্তমান চুক্তি শেষ হচ্ছে। এরপর তিনি মুক্ত হয়ে যাবেন। মেসিকে কী চলে যেতে দিবে নতুন কমিটি? এখানে অবশ্য মেসির মতামতেরও গুরুত্ব অনেক। তিনি থাকতে চাইলেই কেবল বার্সেলোনা চুক্তির ব্যাপারে আলোচনা করতে পারে। তবে বার্তোমেউর বিদায়ের পর মেসি হয়তো কিছুটা নরম হতে পারেন। হয়তো নতুন কমিটির সঙ্গে মতের মিল হলে চুক্তির মেয়াদও বাড়াতে পারেন। সেসব ভবিষ্যতের আলোচনা। আপাতত মেসিকে কেন্দ্র করেই প্রার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে চলেছেন। ভিক্টর ফন্ত যেমন বলছেন, ‘আমাদেরকে শক্তিশালী একটি দল গড়ে তুলতে হবে। আমরা খুবই ভাগ্যবান যে ইয়োহান ক্রুইফের প্রতিষ্ঠিত ক্লাবে অনেক সেরা সেরা তারকা খেলেছেন। এখানে ছিলেন পেপ গার্ডিওলা, জাভি, ইনিয়েস্তা এবং পুয়লের মতো ফুটবলাররা। তারা সবাই বার্সেলোনার কিংবদন্তি। কিন্তু তারা বার্সেলোনার হয়ে কাজ করেন না। আমরা তাদেরকে বার্সেলোনায় আনতে চাই।’ ভিক্টরের এই ঘোষণার পর পেপ গার্ডিওলাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ম্যানসিটিতে ভালো আছি। আশা করছি এখানে এই মৌসুমে ভালো কিছু করতে পারব এবং চুক্তির মেয়াদও বাড়বে।’ গার্ডিওলা গত চার মৌসুম কাটিয়েছেন সিটিতে। পঞ্চম বছরের সফলতার উপর নির্ভর করেই ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান তিনি।

সর্বশেষ খবর