রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
টি-২০ টুর্নামেন্ট

পাস করতে হবে ফিটনেস টেস্টে

ক্রীড়া প্রতিবেদক

তিন দলের টুর্নামেন্টটি বেশ সফলভাবেই শেষ হয়েছে। মুশফিক, মাহমুদুল্লাহ, আফিফ, তামিম ছাড়া জাতীয় দলের অধিকাংশ ব্যাটসম্যানই রান করতে ব্যর্থ হয়েছেন। তবে দুর্দান্ত বোলিং করেছেন জাতীয় দলের পেসার রুবেল, সাইফুদ্দিন, মুস্তাফিজ, তাসকিন, আল-আমিন, ইবাদতরা। ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়ার আগে পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছেন ফিটনেস ঠিক থাকায়। তিন দলের টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জ উতরে বিসিবি এখন আয়োজন করবে ৫ দলের টি-২০ টুর্নামেন্ট। টুর্নামেন্ট খেলতে হলে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক জানিয়েছেন, ক্রিকেটারদের এবার ইয়ো ইয়ো টেস্ট দিতে হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ২৭ অক্টোবর বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালের দিন জানিয়েছিলেন, টি-২০ টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ১৫ নভেম্বর। যদিও ক্রিকেটারদের ড্রাফট এবং করপোরেট দল এখনো চূড়ান্ত হয়নি। সেজন্য টুর্নামেন্টটি এক সপ্তাহ থেকে ১০ দিন পেছাতে পারে। পাঁচ দলে ১৬ জন করে ৮০ জন ক্রিকেটার খেলবেন। টুর্নামেন্টটি হবে একটি ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। বিদেশি কোনো ক্রিকেটার থাকছে না টুর্নামেন্টে। জাতীয় দল, এইচপি এবং ঘরোয়া ক্রিকেটের পারফরমারদেরও নাম থাকবে ড্রাফটে। ড্রাফটে থাকা ক্রিকেটারদের সবাইকে ফিটনেস পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘লকডাউনের সময় ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে যেভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। অবশ্যই সবাই ভালো করেছেন। তবে এবার টি-২০ টুর্নামেন্ট খেলতে ড্রাফটে থাকা ক্রিকেটারদের সবাইকে বাধ্যতামূলকভাবে ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে। এবার ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট দিতে হতে পারে।’

ক্রিকেটাররা এবারই প্রথম ইয়ো ইয়ো টেস্ট দিবেন। ক্রিকেটাররা যেন মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, সেজন্যই আগেভাগে জানানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের অনুশীলনের সময়সূচি চূড়ান্ত করবেন জাতীয় দলের ট্রেনার ও ফিজিও। ফিটনেস পরীক্ষায় ক্রিকেটাররা কবে অংশ নিবেন, এখনো সেটা ঠিক করেনি বিসিবি। শুধু তাই নয়, ড্রাফটের তারিখও চূড়ান্ত হয়নি।                

সর্বশেষ খবর