রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গুরুকে কাছে পেয়ে খুশি শিষ্যরা

অনুশীলনে আগেই নেমেছিলেন ফুটবলাররা। তবে হেড কোচ জেমি ডে ছিলেন অনুপস্থিত। বৃহস্পতিবার ঢাকায় আসার পর গতকালই প্রথম অনুশীলন করালেন ইংলিশ এ কোচ। গত আগস্টে জেমির সঙ্গে নতুনভাবে দুই বছরের চুক্তি করে বাফুফে। নতুন চুক্তিতে তার নতুন মিশন হতে পারত বিশ্বকাপ বাছাইপর্ব। ফিফা তা স্থগিত করায় বাংলাদেশের মাঠে নামা হয়নি।  জেমিও ঢাকায় আসেননি। নেপালের বিপক্ষে প্রীতিম্যাচ দিয়েই কোচের নতুন অধ্যায় শুরু হবে। প্রায় আট মাসের বেশি সময় ধরে শিষ্যদের সঙ্গে দেখা হয়নি তার। হোয়াইট আপে প্রয়োজনীয় নির্দেশ দিতেন তিনি। গুরুকে অনেক দিন পর কাছে পেয়ে খুশি শিষ্যরা। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘জেমির সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। উনি যেমন বন্ধুর মতো আচরণ করেন। তেমনি প্রয়োজনে শাসন করেন।

সর্বশেষ খবর