রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্যাটিংয়ের ওপর জোর দিচ্ছেন আকবর

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক আকবর আলি। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক তিনি। এই যুব ক্রিকেটার এখন অনুশীলন করছেন হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের হয়ে। এইচপিকে কোচিং করাচ্ছেন কোচ টবি র‌্যাডফোর্ড। চার-পাঁচদিন ধরে ২৬ ক্রিকেটারকে অনুশীলন করাচ্ছেন এইচপি কোচ। গতকাল অনুশীলন শেষে মিডিয়ার কাছে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর জানিয়েছেন, তিনি বর্তমান অবস্থান থেকে সবসময়ই উন্নতি করতে মুখিয়ে থাকেন। ক্যাম্পের অনুশীলনে তার মূল টার্গেট থাকে উন্নতি, ‘ক্যাম্পতো আসলে উন্নতির জন্যই। খুবই সাধারণ বিষয় হচ্ছে, আগে যেখানে ছিলাম, সেখান থেকে উন্নতি করাই মূল লক্ষ্য।’

করোনাভাইরাসের জন্য প্রায় সাত মাস মাঠের বাইরে ছিলেন ক্রিকেটাররা। যদিও ঈদুল আজহার আগে থেকেই ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেটাররা অনুশীলন শুরু করেন। বিসিবি তিন দলের টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়েছে। এবার প্রস্তুতি নিচ্ছে পাঁচ দলের টি-২০ টুর্নামেন্টের। তার প্রস্তুতিও নিচ্ছেন ক্রিকেটাররা। তবে র‌্যাডফোর্ড ভবিষ্যতের টেস্ট ক্রিকেটার বানানোর পরিকল্পনা করেই এইচপির ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছেন। অনুশীলনে গত দুদিন তার টেকনিক নিয়ে কাজ করছেন কোচ জানিয়েছেন আকবর, ‘গত দুদিন তিনি যে জিনিসটার উপর জোর দিয়েছেন, সেটা হলো আমার ব্যাটিং। ব্যাটিং নিয়ে কাজ করছেন কোচ। ব্যাটিং ভিডিওগুলো দেখে হয়তো তিনি আমাদেরকে একটা আউটপুট দিবেন, যা আমাদেরকে সামনে এগোনোর টিপস দিবে।’ নিজেকে আরও উচ্চতায় দেখতে চান আকবর। এজন্য তিনি সবসময় অনুশীলন উপভোগ করতে চেষ্টা করেন, ‘আমি যেখানেই থাকি, সেখানেই উপভোগ করার চেষ্টা করি। সেখান থেকে বেশিরভাগ সময়ই শেখার চেষ্টা করি। এখন এইচপিতে আছি। তাই এখান সর্বোচ্চ শেখার চেষ্টা করছি।’

সর্বশেষ খবর