সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নতুন রূপে আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক

নতুন রূপে আরামবাগ

দেশের বাইরে ফুটবলে প্রথম শিরোপা তাদেরই। অথচ ঘরোয়া ফুটবলে কোনো সাফল্য নেই। লিগে আরামবাগ ক্রীড়া সংঘ বরাবরই জায়ান্ট কিলার। সান্ত্বনা শুধু এতটুকুই। প্রথম, প্রিমিয়ার বা বর্তমানে পেশাদার লিগে কখনো শীর্ষ তিনে থাকতে পারেনি। এবার আসছে মৌসুমে জায়ান্ট কিলারের তকমাটা বাদ দিয়ে নিজেরাই জায়ান্ট হয়ে মাঠে নামতে চায়। ক্যাসিনো কান্ডে ক্লাবে চরম সংকট নেমে আছে। অধিকাংশ সময় মূল গেটে তালা ঝুলে থাকে। তাই কোনো মতে দল গড়ে ২০১৯ মৌসুমে মাঠে নামে ক্রীড়াঙ্গনের পরিচিত ক্লাব আরামবাগ।

এবার সেই আরামবাগ বদলে যাচ্ছে। নতুন রূপেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। জানা যায় দেশের অন্যতম সেরা এক শিল্প প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় ফুটবলে রুগ্ন রূপ পাল্টে যাচ্ছে তাদের। যা কখনো হয়নি, সেই শিরোপার লক্ষ্যেই দল গোছাচ্ছে আরামবাগ। গতকাল থেকে ফুটবলে ম্যারাথন দল-বদল শুরু হয়েছে। কিন্তু আরামবাগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব জানালেন, ‘আমরা শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়েছিলাম অনেক আগে থেকে। গতবারে খেলা খেলোয়াড়রা এবার পুরানো দলে থাকবে। তাই স্থানীয় কোনো তারকা পাওয়া হয়তো সম্ভব নয়। নামকরা বিদেশি ফুটবলার এনে সেই শক্তি পুষিয়ে নেব। গতবারে খেলা কিংসলে ছাড়া অন্য বিদেশিদের ছেড়ে দিচ্ছি। নতুনভাবে আসছেন বিশ্ব ফুটবলে শক্তিশালী দেশ ঘানার ইব্রাহিম মার্রো ও সাদিক অ্যাডামস। দুজনা ঘানার জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। আফগানিস্তানের জাতীয় দলের ডিফেন্ডার ফারদিন হাকিমীর সঙ্গেও কথা চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই তারা ঢাকায় আসবেন।

আরামবাগের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য। শনিবার তিনি শুধু একাই ঢাকা আসেননি, এসেছেন আরও চারজন কোচিং স্টাফ। সুব্রত এসেই চলে গেছেন নীলফামারীতে। সেখানেই আরামবাগের কন্ডিশনিং ক্যাম্প চলবে। কথা হচ্ছে শক্তিশালী দল গড়েও বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল, সাইফ বা শেখ জামালের সঙ্গে পাল্লা দিতে পারবে কি?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর