সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

স্কোয়াশের ‘স্বপ্ন পূরণের যাত্রা’

ক্রীড়া প্রতিবেদক

স্কোয়াশের ‘স্বপ্ন পূরণের যাত্রা’

‘স্বপ্ন পূরণের যাত্রা’ নামে একটি মেগা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন। ‘এসএ গেমস-২০২৩’ সামনে রেখে দশটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গতকাল রাজধানীর বিএএফ শাহীন কলেজের স্কোয়াশ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তা জানিয়ে দেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে এবং মেগা পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে গতকাল জাতীয় দলের খেলোয়াড়দের মাস প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে পদক জিতেছিল। এরপরই যেন ঝিমিয়ে পড়েছিল ফেডারেশন। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর মেগা পরিকল্পনা হাতে নিয়েছে। প্রথম লক্ষ্য ২০২৩ সালের এসএ গেমসে পদক জয় করা। এ ছাড়া মহিলা জাতীয় দল গঠন করা। পরিকল্পনায় আছে বছরে অন্তত ৫-৭টি টুর্নামেন্ট আয়োজন করা। যাতে আর ঝিমিয়ে না পড়ে সম্ভাবনাময় ক্রীড়া ইভেন্টটি। স্কুল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার পরিকল্পনাও আছে। কাল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি রাশেদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.) ছাড়াও বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিয়া, কমোডর জামিল প্রমুখ।

সর্বশেষ খবর