সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
টি-২০

ভিলিয়ার্সের ৯ হাজার

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে এবি ডি ভিলিয়ার্স টি-২০ ক্রিকেটে ৯ হাজার রানের মাইল ফলক গড়েছেন। শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিনি এই রেকর্ড গড়েন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৪ রানের ইনিংস খেলার পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে তিনি এই রেকর্ড গড়েন।

দক্ষিণ আফ্রিকার প্রথম হলেও ক্রিকেট বিশ্বে তার আগে আরও সাত ক্রিকেটার এই রান করেছেন। ডি ভিলিয়ার্স ৯০২০ রান করেছেন ৩০৪ ইনিংসে। সেঞ্চুরি ৪টি ও হাফসেঞ্চুরি ৬৬টি। তারচেয়ে কম ইনিংসে ৯ হাজারি ক্লাবে নাম লিখেছেন ক্রিস গেইল (২৪৯), বিরাট কোহলি (২৭৩) ও অ্যারণ ফিঞ্চ (২৮১)। সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের ১৩৫৮৪ রান। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর