সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
শেফিল্ড শিল্ড

পার্টনারশিপে রেকর্ড

ক্রীড়া ডেস্ক

২২ বছর বয়স্ক উইলিয়াম পুকোভস্কি প্রথমবারের মতো শেফিল্ড শিল্ডে ওপেন করতে নেমেই ইতিহাস লিখেছেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ৯ টেস্ট খেলা মার্কাস হ্যারিসের সঙ্গে উদ্ভোধনী জুটিতে যোগ করেন ৪৮৬ রান। যা অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি। দুই ব্যাটসম্যান রেকর্ডটি গড়েন ভিক্টোরিয়ার হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে।

রেকর্ড গড়ে হ্যারিস-পুকোভস্কি পেছনে ফেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুই কিংবদন্তি ‘যমজ’ ভাই স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহকে। ওয়াহ ব্রাদার্স ৩০ বছর আগে ১৯৯০ সালে পঞ্চম উইকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন। মার্ক ওয়াহ ২২৯ ও স্টিভ ২১৬ রানে অপরাজিত ছিলেন।

হ্যারিস আউট হন ২৩৯ রানে এবং পুকোভস্কি অপরাজিত থাকেন ২৫৫ রানে। দুজনের রেকর্ড গড়ার আগে উদ্ভোধনী জুটিতে রেকর্ড ছিল মাইক ভেলেটা ও জিওফ মার্শের, ৪৩১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্ভোধনী জুটিতে রেকর্ড হচ্ছে পাকিস্তানের ওয়াহিদ মির্জা ও মনসুর আখতারের, ৫৬১ রান। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর