সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
আম্পায়ারিংয়ে রেকর্ড

আলিম দারের ২১০

ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেটের পর ওয়ানডেতেও রেকর্ড গড়েছেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার।

জিম্বাবুয়ের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথমটি পরিচালনা করে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজনকে। এখন আলিম দারের রেকর্ড ২১০ ম্যাচ পরিচালনা করার। কোয়ের্টজন ম্যাচ পরিচালনা করেছিলেন ২০৯টি। ২০০ ওয়ানডে পরিচালনা করেছেন নিউজিল্যান্ডের বিলি বাওডেন।

ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনর ১৮৪, অস্ট্রেলিয়ার ড্যারেল হারপার ১৭৪ ম্যাচ। দার ম্যাচ পরিচালনা করছেন ২০০০ সাল থেকে। টেস্ট ক্রিকেটে দার ম্যাচ পরিচালনা করেছেন ১৩২টি। স্টিভ বাকনর পরিচালনা করেছেন ১২৮টি।

টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ পরিচালনার রেকর্ডধারী আলিম দার ধন্যবাদ জানান আইসিসিকে, ‘আম্পায়ার হিসেবে টেস্ট ও ওয়ানডে-দুই সংস্করণেই শীর্ষে থাকতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর