মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পিএসএলে তামিম

পিএসএলে তামিম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টি-২০ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১৪-১৭ নভেম্বর পর্যন্ত। মার্চে পিএসএল হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য সেটা স্থগিত করে পিসিবি। এখন ক্রিকেট ফিরেছে মাঠে। জিম্বাবুয়ে খেলছে পাকিস্তানের মাটিতে। পাকিস্তান খেলে এসেছে ইংল্যান্ডে। পিএসএলে তামিম খেলবেন লাহোর কালান্দার্সে এবং মাহমুদুল্লাহ খেলবেন পেশোয়ার ঝালমিতে।

 টুর্নামেন্টের দলগুলো এই দুটি ছাড়া মুলতান সুলতান্স ও করাচি কিংস। বিসিবি এখনো দুই তারকা ক্রিকেটারের কাছ থেকে কোনো চিঠি পায়নি এনওসির জন্য। তাই এনওসি দিবে কিনা নিশ্চিত নয়। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা এখনো তাদের (তামিম, মাহমুদুল্লাহ) কাছ থেকে কোনো চিঠি পাইনি। যদি তারা চিঠি দেয়, তাহলেই আমরা বিষয়টি নিয়ে ভাবব।’ এর আগে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলার জন্য সাকিব আল হাসানকে এনওসি দেয়নি। বিসিবি এই মাসের তৃতীয় সপ্তাহে পাঁচ দলের টি-২০ টুর্নামেন্ট আয়োজন করছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর