বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

টাইগারদের ফিটনেস পরীক্ষা ৯, ১০ নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক

তিন দলের টুর্নামেন্ট দিয়ে মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। এখন আরও বড় চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে যাচ্ছে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিসিবি প্রেসিডেন্ট কাপ খেলতে ক্রিকেটারদের কোনো রকমের ফিটনেস পরীক্ষা দিতে হয়নি। কিন্তু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের সব ক্রিকেটারের বাধ্যতামূলক করেছে ফিটনেস পরীক্ষা। ক্রিকেটাররা এবার বিপ পরীক্ষা নয়, প্রথমবারের মতো ইয়ো ইয়ো পরীক্ষা দেবে। বাংলাদেশের ক্রিকেটাররা প্রথমবারের মতো এই পরীক্ষা দেবে। ইয়ো ইয়ো পরীক্ষার সঙ্গে পরিচিত বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্সআপ নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। নিষেধাজ্ঞা কাটিয়ে আসা সাকিব আল হাসান ইয়ো ইয়ো পরীক্ষার সঙ্গে পরিচিত হলেও অপরাপর টাইগার ক্রিকেটাররা প্রথমবার করবেন। বিসিবি গতকাল ফিটনেস পরীক্ষার জন্য আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে। ৯ ও ১০ নভেম্বর প্রতিদিন সকাল ১০-১১ এবং ১১-১২টা পর্যন্ত মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে পরীক্ষা দিতে হবে। ক্রিকেটারদের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে মাঠে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে বিসিবি। ১২০ ক্রিকেটারকে ৬ ধাপে পরীক্ষা দিতে হবে।

সর্বশেষ খবর