শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নাদালের ১০০০ জয়

ক্রীড়া ডেস্ক

নাদালের ১০০০ জয়

টেনিস তারকা রাফায়েল নাদাল দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন। ক্যারিয়ারে ১০০০তম ম্যাচ জয় করলেন তিনি। এই অর্জনের জন্য তাকে খেলতে হয়েছে ১২০১টি ম্যাচ। অবশ্য এই মাইলফলক আগেই পাড়ি দিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। তিনি ১৫১৩টি ম্যাচ খেলে ১২৪২টিতে  জয় পেয়েছেন।

রাফায়েল নাদাল গত বুধবার প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে স্বদেশি ফেলিসিয়ানো লোপেজকে ৪-৬, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে হারিয়েছেন। এ জয়েই দারুণ মাইলফলকটি স্পর্শ করেন নাদাল। তার এ অর্জন এটিপির পক্ষ থেকে উদযাপন করা হয়। ১ হাজার লেখা একটি বিশাল ক্রেস্ট উপহার দেওয়া হয় নাদালকে। এই অর্জনের পর নাদাল বলেন, ‘এটি একটি অসাধারণ মুহূর্ত। আমি জানি, ১০০০ একটি বিশেষ নম্বর।’ পাশাপাশি সমর্থকদের বিষয়টিও সামনে আনেন নাদাল। তিনি বলেন, ‘দর্শকশূন্য অবস্থায় মুহূর্ত উদযাপন করা একটু ভিন্ন রকমের। তবে এটিপি, ফ্রেঞ্চ ফেডারেশনের সভাপতি এবং বল বয়রা মুহূর্তটাকে বিশেষ করে তুলেছেন।’ নাদাল প্যারিস মাস্টার্সে প্রথম ট্রফির সন্ধানে আছেন। এখানে তিনি এর আগে ২০০৭ সালে ফাইনাল খেললেও হেরেছিলেন ডেভিড নালবান্ডিয়ানের কাছে। এবার প্যারিস মাস্টার্সে ট্রফি জয়ের পথে নাদালের বাধা তেমন কেউ নেই। টুর্নামেন্টে নেই রজার ফেদেরার ও নোভাক জকোভিচের মতো শক্ত প্রতিদ্বন্দ্বিরা। দেখা যাক, নাদাল প্রথমবারের মতো প্যারিস মাস্টার্সের ট্রফি নিয়ে বাড়ি ফিরতে পারেন কি না!

 

মোট ম্যাচ : ১২০১

জয় : ১০০০

মোট ট্রফি : ৮৬

গ্র্যান্ডস্লাম : ২০

মোট ফাইনাল : ১২৩

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর