শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক

জিতলেই ফাইনাল। হারলেও ফাইনালের সুযোগ থাকছে। সে জন্য পরাজিত দলকে এলিমিনেটর জয়ীর বিপক্ষে জিততে হবে। গতকাল এমন সমীকরণ সামনে রেখে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। আইপিএলের প্রথম কোয়ালিফাইয়ার ৫৭ রানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে মুম্বাই।

প্রথমে ব্যাট করে মুম্বাইয়ের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রান। সর্বোচ্চ ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন ঈশান কিশান। ৪৬ বলের ইনিংসটিতে ছিল ৪টি চাল ও ৩টি ছক্কা। দিল্লির সফল বোলার অশ্বিন ৩ উইকেট নেন ২৯ রান খরচ করে। তিনি ও হার্দিক পান্ডিয়া ষষ্ঠ উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন মাত্র ২৩ বলে। পান্ডিয়া ২৬৪.২৮ স্ট্রাইক রেটে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন মাত্র ১৪ বলে। যাতে ছিল ৫টি ছক্কা। ২০১ রানের টার্গেটে ০ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয় পড়ে দিল্লি। সেখান থেকে স্টয়নিস চেষ্টা করেন। কিন্তু তার ৪৬ বলে ৬৫ রান ব্যবধানই কমিয়েছে। হার এড়াতে পারেনি। দিল্লির ইনিংস থেমে যায় ২০ ওভারে। ৮ উইকেটে ১৪৩ রানে।

দিল্লিকে বেধে ফেলার নায়ক বুমরাহ ১৪ রানের খরচে ৪ উইকেট।

সর্বশেষ খবর