শিরোনাম
রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আইপিএলে কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন!

ক্রীড়া ডেস্ক

আইপিএলে কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন!

আইপিএলের এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বিদায় নেওয়ায় বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও সঞ্জয় মাঞ্জরেকার।

কোহলি ২০১৩ সাল থেকে বেঙ্গালুরুর নেতৃত্ব  দিচ্ছেন। ৮ মৌসুমের মধ্যে তিনবার প্লে-অপে খেলেছে দলটি। একবার ফাইনালেও উঠেছিল কোহলির বেঙ্গালুরু। কিন্তু শিরোপা এখনো অধরা। তাই কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন দুই তারকা।

গম্ভীর মিডিয়াকে বলেছেন, ‘আট বছর নেতৃত্ব দিয়েও ট্রফি নেই। আট বছর অনেক সময়। এই দীর্ঘসময় অন্য কোনো খেলোয়াড়ও যদি শিরোপা না জিততো তাকে কি দলে রাখা হতো? বিষয়টি দায়িত্ববোধের। অধিনায়ককে এর দায় নিতেই হবে।’

পারফরমার কোহলিকে নিয়ে প্রশ্ন নেই। কিন্তু ব্যর্থতা তার নেতৃত্বে। সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার মাঞ্জরেকার বলেন, ‘দায়িত্বটা অধিনায়কের নিজের নয়, মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে। কারণ তারাই অধিনায়ক নিয়োগ দেন এবং সিদ্ধান্ত নেন, দলের জন্য কোন ধরনের নেতৃত্ব প্রয়োজন।

সর্বশেষ খবর