রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সিটির মাঠে আজ লিভারপুলের পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

সিটির মাঠে আজ লিভারপুলের পরীক্ষা

লিভারপুল ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগের দুই নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগের ১০ নম্বরে অবস্থান করছে

ম্যানচেস্টার সিটি ও লিভারপুল প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ১৮৯৬ সালের ১ জানুয়ারি। সেই ম্যাচে লিভারপুল ৩-১ গোলে জয় পেয়েছিল। এরপর থেকে দুটি দল ইংলিশ ফুটবলে অনেক উত্তেজনাকর ম্যাচ উপহার দিয়েছে। সমর্থকদের উৎসবের সুযোগ দিয়েছে। আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আবার মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

ম্যানসিটি-লিভারপুল ম্যাচের আবেদন আগে খুব একটা ছিল না। দুই দলের লড়াইয়ে লিভারপুলেরই একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু গত এক যুগে চিত্রটা বদলে যায়। ম্যানচেস্টার সিটি দারুণভাবে ঘুরে দাঁড়ায়। লিভারপুলের বিপক্ষে বেশকিছু ম্যাচ জিতে যায় তারা। নিজেদের মাঠে গত তিন ম্যাচে লিভারপুলকে হারিয়েছে ম্যানসিটি। এই তিন ম্যাচে ১১ গোলের বিপরীতে ম্যানসিটি কেবল ১টি গোল হজম করেছে। আজ জিতলে দারুণ একটা রেকর্ডই হবে পেপ গার্ডিওলার শিষ্যদের। ১৯৩৭ সালের পর নিজেদের মাঠে লিগ ম্যাচে লিভারপুলের বিপক্ষে টানা চারবার জয় পায়নি ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে গত তিন মৌসুম দুর্দান্ত দাপট দেখিয়েছে ম্যানসিটি ও লিভারপুল। কিন্তু এবার সেই দাপট ধরে রাখতে পারছে না দুটো দলের কোনোটাই। লিভারপুল ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগের দুই নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগের ১০ নম্বরে অবস্থান করছে।

 

সর্বশেষ খবর