রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

লা লিগায় জয়ে ফিরল বার্সা

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগে বার্সেলোনা দরুণ খেললেও লা লিগায় কেন জানি ঝিমিয়ে পড়েছিল। একের পর এক পয়েন্ট হারাচ্ছিল স্প্যানিশ জায়ান্টরা। অবশেষে  ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল মেসিরা। গতকাল ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত খেলায় ৫-২ গোলে তারা হারিয়েছে রিয়াল বেটিসকে। দেম্বেলের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে সমতায় ফেরান আন্তেনিও সানব্রিয়া।

দ্বিতীয়ার্ধে শুরুতে ফাতির বদলি খেলতে নেমে ম্যাচের চেহারা পাল্টে দেন লিওনেল মেসি। গ্রিজম্যান ও মেসির গোলে ৩-১-এ এগিয়ে যায় বার্সা। ৭৩ মিনিটে ব্যবধান কমায় বেটিসরা। ৮২ মিনিটে মেসি দলের চতুর্থ গোলটি করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান দিক থেকে রবের্তোর ক্রস ফাঁকায় পেয়ে প্লেসিং শটে ব্যবধান ৫-২ করেন ১৭ বছর বয়সী পেদ্রি। লা লিগায় এটি তার প্রথম গোল। ৭ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ২ হারে ১১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন অষ্টম স্থানে উঠে এলো। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিদাদ। ১ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে হারিয়েছে এভারটনকে। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে ম্যানইউ।

সর্বশেষ খবর