সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনা আক্রান্ত মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

করোনা আক্রান্ত মাহমুদুল্লাহ

শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফিরেন সাকিব আল হাসান। এরপর তিনি আইসোলেশনে চলে যান। আজ ফিটনেস পরীক্ষা দিবেন মিরপুর স্টেডিয়ামে। তার আগে অবশ্য করোনা পরীক্ষা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নেগেটিভ ফল এসেছে। তবে দুঃসংবাদ টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের জন্য। তিনি করোনা পজিটিভ। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার কথা মঙ্গলবার। সেজন্য ৬ নভেম্বর পরীক্ষা করান। ফল আসে পজিটিভ। দ্বিতীয়বার পরীক্ষা করান। এবারও পজিটিভ। করোনা আক্রান্ত হওয়ায় টি-২০ অধিনায়কের পক্ষে এখন আর পিএসএল খেলা সম্ভব হচ্ছে না। পিএসএলের প্লে-অফে মাহমুদুল্লাহ’র মুলতান সুলতান্সের পক্ষে খেলার কথা। শুধু তাই নয়, বঙ্গবন্ধু টি-২০ কাপ খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে তার। তামিম ইকবাল খেলবেন শুধুমাত্র পিএসএল। করোনা পজিটিভ হওয়ায় বিস্মিত মাহমুদুল্লাহ বলেন, ‘পাকিস্তান যাওয়ার জন্য ৬ নভেম্বর পরীক্ষা করেছিলাম। ফল পজিটিভ আসায় চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করলাম। এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠান্ডা লেগেছে। এমনটা নরমালই হতে পারে। এছাড়া আর কোনো উপসর্গ নেই। এখন বাসায় আইসোলেশনে আছি।’ তার নেতৃত্বে ২৫ অক্টোবর তিন দলে বিসিবি প্রেসিডেন্ট কাপ জিতেছিল মাহমুদুল্লাহ একাদশ। এবার তিনি টি-২০ কাপের ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। যার মূল্য ১৫ লাখ টাকা। পিএসএল খেলতে না পারায় হতাশ মাহমুদুল্লাহ, ‘পিএসএল খেলতে পারব না বলে অবশ্যই হতাশ। বেশ সাবধান ছিলাম। এখন কিছু করার নাই।’

সর্বশেষ খবর