বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
করোনা আক্রান্ত মুমিনুল

টি-২০ অধিনায়কের পর টেস্ট অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ অধিনায়কের পর টেস্ট অধিনায়ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুমিনুল হক। টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের পর এবার টেস্ট অধিনায়কও কভিড-১৯ এর শিকার! তবে মুমিনুলের সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ফারিহা বাশারও।

বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছেন। এখন বঙ্গবন্ধু টি-২০ লিগে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মুমিনুল। জ্বর জ্বর অনুভূত হওয়ায় পরীক্ষা করান। রেজাল্ট পজিটিভ আসে। নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন টেস্ট অধিনায়ক।

করোনা বাংলাদেশের ক্রিকেটে বেশ ভালোভাবেই জেঁকে বসেছে। মাহমুদুল্লাহ ছাড়াও এর আগে আক্রান্ত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহি ও সাইফ হাসান।

হঠাৎ আক্রান্ত হলেও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েননি মুমিনুল। নিজের ফেসবুক ফ্যানপেজে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘আল্লাহ সবচেয়ে বড় নিরাময়কারী। আশা করছি খুব দ্রুতই এই করোনা পর্ব শেষ হবে। সবাই সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।’

ঘরের মাঠে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। সে টুর্নামেন্টে খেলার ব্যাপারে আশাবাদী টেস্ট অধিনায়ক।

করোনা টেস্ট করিয়েছেন সাকিব আল হাসানও। তবে তার রেজাল্ট নেগেটিভ। করোনা রেজাল্ট পাওয়ার পরই সোমবার ৩৭৬ দিন পর ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে গিয়েছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সতর্কবস্থায় থাকার পরও একের পর এক ক্রিকেটাররা আক্রান্ত হচ্ছেন কেন? বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বিশ্বের বড় বড় তারকাদেরও করোনা হচ্ছে। তবে বিসিবি শুরু থেকেই সতর্ক। কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ অসতর্ক থাকে আমাদের তো করার কিছু নেই। আমার বিশ্বাস, ক্রিকেটাররা আরও বেশি সতর্ক হবেন।’

সর্বশেষ খবর