বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নেদারল্যান্ডস-স্পেন লড়াই

ক্রীড়া ডেস্ক

১০ বছর আগে ২০১০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন-নেদারল্যান্ডস। জাভি-ইনিয়েস্তাদের দৃষ্টিনন্দন ফুটবলের কাছে নতি স্বীকার করেছিল আধুনিক ফুটবলের জনক ডাচরা। সেই দুঃখ ভুলতে পরবর্তীতে দুবার স্পেনকে হারিয়েছে নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপের গ্রুপপর্বে (৫-১) এবং ২০১৫ সালে প্রীতিম্যাচে (২-০)। কিন্তু বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের দুঃখ কী এত সহজেই ভোলা যায়! আজ আবার নেদারল্যান্ডস-স্পেন মুখোমুখি হচ্ছে প্রীতিম্যাচে। কিন্তু অতীতের স্মৃতি প্রীতির ম্যাচেও উসকে দিচ্ছে প্রতিশোধের আগুন।

ক্লাব ফুটবল এখন বিরতিতে। আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে সবাই। মেসিরা আর্জেন্টিনায়। গ্রিজম্যানরা এখন ফ্রান্সে। দিন কয়েকের মধ্যেই অনেক আন্তর্জাতিক ম্যাচ। আজ ২০টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মাঠে গড়াবে। এর মধ্যে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারিনায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস-স্পেন। দুই দলের অতীত লড়াই বেশ আকর্ষণীয় ছিল। ১১ বারের লড়াইয়ে ড্র হয়েছে কেবল একবার। ছয় বার জয় পেয়েছে নেদারল্যান্ডস। স্পেন জয় করেছে চার ম্যাচ। অবশ্য গত ১০ বছর ধরে ডাচদের বিপক্ষে জয় পায়নি স্প্যানিশরা। আজকের ম্যাচ দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস মুখোমুখি হবে বসনিয়া (১৫ নভেম্বর) ও পোল্যান্ডের (১৮ নভেম্বর)।

আজকের খেলা

নেদারল্যান্ডস-স্পেন

তুরস্ক-ক্রোয়েশিয়া

ডেনমার্ক-সুইডেন

 বেলজিয়াম-সুইজারল্যান্ড

জার্মানি-চেকপ্রজাতন্ত্র

পর্তুগাল-অ্যান্ডোরা

ইতালি-এস্তোনিয়া

ফ্রান্স-ফিনল্যান্ড

সর্বশেষ খবর