বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাকিবের ১৩.৭

ফিটনেস টেস্টেও সেরা

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের ১৩.৭

করোনাভাইরাসকে পাশ কাটিয়ে ক্রিকেটকে মাঠে ফিরিয়ে চ্যালেঞ্জের প্রথম ধাপ বেশ ভালোভাবেই উতরে গেছে বিসিবি। এবার দ্বিতীয় চ্যালেঞ্জ পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপ। সেই চ্যালেঞ্জও টপকাতে চায় ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টটি আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজকে একটি পরিষ্কার বার্তা দিতে চাইছে বিসিবি, যাতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসে দলটি। পাঁচ দলের টুর্নামেন্ট মাঠে গড়ানোর তারিখ এখনো ঘোষণা করেনি বিসিবি। তবে প্লেয়ার্স ড্রাফট আজ অনুষ্ঠিত হবে ঢাকার একটি তারকা হোটেলে। করোনার জন্য মিডিয়া উপস্থিত থাকতে পারবে না প্লেয়ার্স ড্রাফটে। ড্রাফটে যে সব ক্রিকেটার থাকছেন, যারা বিপ টেস্টে বিসিবির বেঁধে দেওয়া ১১ স্কোর করতে পেরেছেন। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান গতকাল ১৩.৭ স্কোর করে চমকে দিয়েছেন সবাইকে। গত দুদিনের বিপ টেস্ট দেওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের। পেসার মেহেদী হাসান করেছেন ১৩.৬ স্কোর। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১১.৪, শাহরিয়ার নাফিস ১১.১, এনামুল হক জুনিয়র ১২.২, আবদুর রাজ্জাক রাজ ১১ করেছেন। তবে বেঁধে দেওয়া স্কোর টপকাতে পারেননি জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার নাসির হোসেন, সোহাগ গাজী ও শুভাশীষ রায়। তিন ক্রিকেটার খেলতে পারবেন না টুর্নামেন্ট।

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার সময় তার ফিটনেস নিয়ে টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছিলেন, ‘ফিটনেসের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের চেয়ে কয়েক ধাপ এগিয়ে সাকিব।’ নির্বাচকের কথা প্রমাণ রেখেছেন সাবেক অধিনায়ক। গতকাল সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে ফিটনেস অনুশীলনে সবাইকে পেছনে ফেলেন। তার বিপ টেস্টে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার, ‘খুব ভালো অবস্থায় আছে সাকিব। এর আগে এমন সাকিবকে দেখিনি এবং এমন স্কোর গড়তেও দেখিনি। বিস্মিত নই মোটেও।’ এক বছর ক্রিকেটে বাইরে থাকলেও সাকিব নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন। গত সেপ্টেম্বরে ঢাকায় এসে বিকেএসপিতে তিনি দুই সপ্তাহ অনুশীলন করেছেন দুই ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের কাছে। এই অনুশীলন তিনি করেছিলেন মূলত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে সিরিজ স্থগিত হয়ে গেলে তিনি ফিরে যান মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সেখান থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরেন। সোমবার ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা দিয়েছেন গতকাল। ফিটনেস পরীক্ষায় অন্য সব ক্রিকেটারের চেয়ে সাকিব আত্মবিশ্বাসী ছিলেন বলেন ট্রেনার তুষার, ‘অন্য সবার থেকে সাকিবের বড় পার্থক্য হলো, সাকিব একজনই। নিজের কাজটা খুব ভালোভাবে জানে। আমরা সবাই জানি ও অন্য ধাতুতে গড়া। তাই ওর কাছ থেকে এটা প্রত্যাশিত।’ ফিটনেস পরীক্ষায় সবার চেয়ে সেরা স্কোর করে সাকিব জানিয়ে দেন, তিনিই দেশের সেরা ক্রিকেটার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর