বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রথম পর্বে সেরা কিংসের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

প্রথম পর্বে সেরা কিংসের মেয়েরা

বাংলাদেশ নারী ফুটবল লিগ করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছিল দীর্ঘদিন। থেমে যাওয়া লিগ পুনরায় শুরু হয়েছে ৭ নভেম্বর। গতকাল লিগের প্রথম পর্ব শেষ হলো। প্রথম পর্বে ছয়টি করে ম্যাচ খেলেছে সাতটি দল। এর মধ্যে ছয়টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংসের মেয়েরা। লিগে এখনো তারা কোনো গোলই হজম করেনি। বিপরীতে প্রতিপক্ষের জালে গোল করেছে ৫৮টি। এদিকে গতকাল নারী ফুটবল লিগে দারুণ জয় পেয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাব। তারা ১০-১ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। নাসরিন স্পোর্টিংয়ের পক্ষে চারটি গোল করেন স্বপ্না। এছাড়াও সোহাগী ও নওশিন দুটি করে এবং রিতু ও আকলিমা একটি করে গোল করেন। গতকাল অপর ম্যাচে জয় পেয়েছে জামালপুর কাচারিপাড়া একাদশ। তারা ৬-০ গোলে হারিয়েছে স্পার্টান গ্যালাকটিকো সিলেটকে। জামালপুরের পক্ষে একটি করে গোল করেন রুমি, সুবর্ণা, তানিয়া, কুরসিয়া, অর্শিতা ও আনিকা। লিগে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাসরিন স্পোর্টিং ক্লাব। এছাড়াও এফসি উত্তরবঙ্গ ১০ পয়েন্ট নিয়ে তিনে এবং কাচারিপাড়া ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে অবস্থান করছে।

 প্রথমবারের মতো লিগ জিততে হলে বসুন্ধরা কিংসের মেয়েদের আরও অন্তত পাঁচটি ম্যাচ জিততে হবে।

প্রথমপর্ব শেষ হওয়ার পর গোলাদার তালিকায় শীর্ষে আছেন বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ১৭টি গোল করেছেন ৬ ম্যাচে। ১১ গোল করে দুই নম্বরে আছেন কিংসের আরেক মেয়ে কৃষ্ণা রানী সরকার।

 

সর্বশেষ খবর