বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফট আজ

ক্রীড়া প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়েছেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে খেলবেন সাকিব। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় খেলার বিষয়টি সংশয়াচ্ছন্ন টি-২০ ও ওয়ানডে অধিনায়কের। তারপরও আজ স্থানীয় একটি তারকা হোটেলে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ১৫৭ ক্রিকেটারের প্লেয়ার্স ড্রাফট। করোনার জন্য দলগুলোর নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা ছাড়া উপস্থিত থাকতে পারবে না মিডিয়া। টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার খেলবেন না। স্থানীয় সব ক্রিকেটারদের নিয়ে দলগুলো গঠিত হবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটারকে নিতে পারবে। এরমধ্যেই বিসিবি ক্রিকেটারদের ক্যাটাগরি ও মূল্যমান ঘোষণা করেছে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ৫ ক্রিকেটার সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। এরা সবাই ‘আইকন’ ক্রিকেটার। এদের মূল্য সর্বোচ্চ ১৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার ২০ জন, মূল্য ১০ লাখ টাকা এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার ২৫ জন এবং মূল্য ৬ লাখ টাকা। বাকি ১০৭ ক্রিকেটার ‘ডি’ ক্যাটাগরির এবং তাদের মূল্য ধরা হয়েছে ৪ লাখ টাকা। টুর্নামেন্টের খেলাগুলো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বিসিবি চাইছে প্রতিটি ম্যাচে নির্দিষ্ট সংখ্যক দর্শকের উপস্থিতি। 

সর্বশেষ খবর