শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রীতি ম্যাচে প্রতিশোধের উত্তাপ

বাংলাদেশ-নেপাল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

প্রীতি ম্যাচে প্রতিশোধের উত্তাপ

করোনাভাইরাস পৃথিবীর মানচিত্রে বড় ধরনের প্রভাব ফেলেছে। বদলে গেছে মানুষের আচরণ। বদলে গেছে পৃথিবীর আবহাওয়া। কোথাও ক্ষতি হয়েছে, কোথাও উন্নতি হয়েছে। করোনাভাইরাস বাস্তবতার মধ্যেই মানুষের জীবন চলছে। খেলাধুলাও শুরু হয়েছে করোনাভীতি দূরে সরিয়ে। বাংলাদেশে খেলা শুরু হয়েছে বেশ আগে। দাবা ও শুটিং অনলাইন আন্তর্জাতিক আয়োজনে অংশ নিলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশ এতদিন ছিল অনুপস্থিত। নেপালের বিপক্ষে ফুটবলের লড়াই দিয়ে সেই অপেক্ষাও শেষ হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকাল ৫টায় মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফুটবলের লড়াইয়ে সর্বশেষ মাঠে নেমেছিল গত জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে। শেষ ম্যাচে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরেছিল। এরপর ক্লাবের জার্সিতে ফুটবলাররা মাঠে ছিলেন মার্চ পর্যন্ত। করোনার আঘাত আসতেই সব থমকে গিয়েছিল। নেপালের বিপক্ষে লড়াইয়ে নামার আগে তাই ফুটবলে ফেরাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন জামাল ভূইয়ারা। পাশাপাশি নেপালের বিপক্ষে প্রতিশোধের বিষয়টাও মনে রাখছেন বাংলাদেশ অধিনায়ক। জামাল বলেন, ‘অনেক দিন পর ফুটবল খেলব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মনের গভীরে নেপালের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার ইচ্ছাও আছে। ওদের বিপক্ষে আমরা গত বছর এসএ গেমসে হেরেছি।’ কেবল এসএ গেমসেই নয়, নেপালের বিপক্ষে বেশ কয়েকবারই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। অথচ একটা সময় নেপালের বিপক্ষে টানা জয়ের ধারায় ছিল লাল-সবুজের জার্সিধারীরা। জামালদের মধ্যে তাই প্রতিশোধের আগুন জ্বলতেই পারে।

কোচ জেমি ডে জয়-পরাজয়ের হিসাবের দিকে যাচ্ছেন না। তার মাথায় ঘুরছে সামনের মাসে (৪ ডিসেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বে কাতার ম্যাচের কথা। তিনি বলেন, ‘আমাদের হাতে বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে প্রস্তুতি নেওয়ার জন্য সময় খুবই কম। হাতে থাকা কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেই আমাদের কাতারের মুখোমুখি হতে হবে। এই ম্যাচের প্রতিটা মিনিট তাই কাজে লাগাতে চাই।’ তবে পরোক্ষে জয়ের বাসনার কথাও জানিয়ে রেখেছেন জেমি ডে। ফিটনেস নিয়ে বেশ দুশ্চিন্তা ছিল। সেটা এখনো আছে। তবে কিংসের ফুটবলারদের ফিটনেস লেভেল নিয়ে বেশ সন্তুষ্ট জেমি ডে। তিনি বলেন, ‘বসুন্ধরা কিংসের ফুটবলারদের ফিটনেস বেশ ভালো। তবে ম্যাচ খেললেই ফুটবলারদের সঠিক অবস্থা বোঝা যাবে।’ নেপালের বিপক্ষে জিকো-সোহেলদের পরীক্ষা করতে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কাতারের জন্য প্রস্তুতির প্রতিটা সুযোগই কাজে লাগাতে চান কোচ জেমি ডে।

গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেপালের অধিনায়ক কিরণ চেমজং বলে গেলেন, ‘আমরা বর্তমান পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছি। মানসিক দিক দিয়েও ভালো অবস্থায় আছি।’

সর্বশেষ খবর