শিরোনাম
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাকিব খুলনায় ঢাকায় মুশফিক

দল পাননি রাজ্জাক শাহরিয়ার

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু টি-২০ প্লেয়ার্স ড্রাফটে লটারিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েছে জেমকন খুলনা। মুশফিকুর রহিম খেলবেন বেক্সিমকো ঢাকা দলের হয়ে। গতকাল ড্রাফটে প্রথম ডাকার সুযোগ পেয়ে মিস্টার ডিপেন্ডেবলকে নিয়েছে ঢাকা। দ্বিতীয় দল হিসেবে ডাকার সুযোগ পেয়ে খুলনা নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে। এ ছাড়া ‘এ’ গ্রেডে থাকা মুস্তাফিজকে নিয়েছে গাজী চট্টগ্রাম। তবে মিনিস্টার গ্রুপ রাজশাহী প্রথম ডাকে দলে নিয়েছে ‘বি’ গ্রেডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে।

জাতীয় দলের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে দ্বিতীয় ডাকে দলে নিয়েছে খুলনা। গতকাল দুপুরে ঢাকার একটি হোটেলে ড্রাফট অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু টি-২০-তে ‘এ’ গ্রেডে থাকা পাঁচ ক্রিকেটারের পারিশ্রমিক ১৫ লাখ, ‘বি’ গ্রেডের পারিশ্রমিক ১০ লাখ, ‘সি’ গ্রেডের ৬ লাখ ও ‘ডি’ গ্রেডের ৪ লাখ টাকা। পাঁচটি দল স্কোয়াডে নিতে পারবে সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার।

দল পাননি দুই সিনিয়র ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস।

জেমকন খুলনা

সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন, এনামুল হক, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম, সালমান হোসেন, জহিরুল ইসলাম।

বেক্সিমকো ঢাকা

মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, নাঈম হাসান, শাহাদাত হোসেন, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম।

ফরচুন বরিশাল

তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন, কামরুল ইসলাম, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

গাজী গ্রুপ চট্টগ্রাম

মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রকিবুল হাসান, সনজিত সাহা, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান।

মিনিস্টার গ্রুপ রাজশাহী

সাইফুদ্দিন, মেহেদী হাসান, নাজমুল হোসেন, নুরুল হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।

সর্বশেষ খবর