শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নেইমার ছাড়াই খেলবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

নেইমার ছাড়াই খেলবে ব্রাজিল

গত মাসে তুরস্কে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। আগামীকাল সকালে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে ভেনেজুয়েলার। এ ম্যাচে খেলতে পারছেন না নেইমার। পাশাপাশি দলে নেই ডিফেন্ডার কাসেমিরো, ফিলিপ কটিনহো এবং ফ্যাবিনহো। ইনজুরি থেকে মাত্রই মাঠে ফিরেছেন গোলরক্ষক অ্যালিসন ও স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চলে শীর্ষে আছে ব্রাজিল। অবশ্য ল্যাটিন অঞ্চলের বাছাইপর্ব বেশ দীর্ঘ। এখানে ১০টি দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলে। শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। পঞ্চমে থাকা দল প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। এদিকে আজ রাতে ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া-উরুগুয়ে এবং চিলি-পেরু। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে কলম্বিয়া। অন্যদিকে উরুগুয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে। চিলি ও পেরু ১ পয়েন্ট করে সংগ্রহ করে যথাক্রমে ৭ ও ৮ নম্বরে অবস্থান করছে।

সর্বশেষ খবর