শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ল্যাঙ্গারের দেখা ‘সেরা ক্রিকেটার’ কোহলি

ক্রীড়া প্রতিবেদক

ল্যাঙ্গারের দেখা ‘সেরা ক্রিকেটার’ কোহলি

আইপিএলে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে শিরোপা এনে দিতে না পারায় সমালোচিত হচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকে জাতীয় দলের নেতৃত্ব থেকেও কোহলিকে সরিয়ে দেওয়ার কথা বলছেন। কিন্তু পারফর্মার কোহলিকে নিয়ে কি কোনো প্রশ্ন আছে? মোটেও না।

অনলাইন সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার তো বললেন, তার জীবনে দেখা সেরা ক্রিকেটার কোহলি। অসি কোচ বলেন, ‘আগেও বলেছি, তিনি (কোহলি) আমার জীবনে দেখা সেরা ক্রিকেটার। শুধু তার ব্যাটিংয়ের কারণেই নয়, প্রাণশক্তি একটা বড় ব্যাপার। খেলাটির প্রতি তার প্যাশন, তাছাড়া যেভাবে ফিল্ডিং করেন- সবকিছুতেই এতটা প্রাণশক্তি থাকে যে আমার কাছে অবিশ্বাস্য মনে হয়।’

কোহলিকে অস্ট্রেলিয়া সফরের পুরো সময় পাচ্ছে না ভারত। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি প্রথম টেস্ট খেলার পরই দেশে ফিরবেন। কোহলির না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য সুখবরই বটে। সেটা মানছেন কোচ ল্যাঙ্গারও। তবে সেটা ভেবে আত্মতুষ্টিতে ভুগছে না অস্ট্রেলিয়া। ল্যাঙ্গার বলেন, ‘অবশ্যই তার না থাকায় প্রভাব পড়বে। তবে আমরা জানি ভারত খুব, খুবই ভালো দল। গত সিরিজে ওরা এখানে আমাদের হারিয়ে গেছে। এক সেকেন্ডের জন্যও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’

৪ টেস্ট ম্যাচের সিরিজটি শুরু হবে ১৭ ডিসেম্বর। এর আগে ২৭ নভেম্বর থেকে সীমিত ওভারের সিরিজ। আইপিএল শেষ করে ভারতীয় দল এখন সিডনিতে কোয়ারেন্টাইনে।

সর্বশেষ খবর