শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

তবুও দর্শকের ঢল

তবুও দর্শকের ঢল

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সর্বশেষ দর্শকের উপস্থিতিতে খেলা হয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ফিলিস্তিন ও বুরুন্ডি। বাংলাদেশ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ২৩ জানুয়ারি বুরুন্ডির বিপক্ষে। এরপর প্রাণঘাতী করোনার জন্য খেলা বন্ধ হয়ে যায় বিশ্বব্যাপী। এখন খেলা ফিরেছে মাঠে। ক্রিকেট ফিরেছে। ফিরেছে ফুটবল। ফুটবল ফিরলেও দর্শকের উপস্থিতি নেই কোথাও।

কিন্তু সরকার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ও নেপাল ম্যাচে দর্শকের দেখা মেলে। তাও আবার নির্ধারণ করে দেওয়া হয় আট হাজারের বেশি দর্শক গ্যালারিতে থাকতে পারবে না। নির্ধারিত আসন পূর্ণ করে অনেক দিন পর ম্যাচ উপভোগ করেন দর্শকরা।

তবে টিকিটের মূল্য বেশি বলে দর্শকরা

গোস্যা প্রকাশ করেছেন। নরসিংদী থেকে ছেলেসহ খেলা দেখতে আসা সাইদ বলেন, ‘টিকিটের মূল্য একটু বেশিই রাখা হয়েছে। গ্যালারি ৫০ ও ভিআইপি ২০০ টাকা করলে ভালো হতো।’

 তবে টিকিটের মূল্য বেশি হলেও ব্ল্যাকে দুই-তিনগুণ দামে টিকিট ক্রয় করেছেন অনেকে। বেশি দামে টিকিট কিনতে আপত্তি প্রকাশ করেননি কেউ। উত্তরা থেকে আসা রিফাত বলেন, ‘আমি ১০০০ টাকায় ভিআইপি গ্যালারির টিকিট ক্রয় করেছি। মূল্য বেশি নিলেও দীর্ঘদিন পর বাংলাদেশের খেলা দেখতে কার্পণ্য করিনি।’

নেপালের বিপক্ষে ম্যাচটিকে মূলত কোচ জেমি ডে ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হিসেইে নিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর