রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

টানা তিন জয় ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক

টানা তিন জয় ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলে জয় পেয়েছে দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ে। ভেনেজুয়েলাকে হারাতে কষ্ট হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে সহজেই জয় পেয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। শুধু র‌্যাঙ্কিং নয়, পারফরম্যান্সেও এগিয়ে। শক্তিমত্তার বিচারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের তুলনায় আসে না ল্যাটিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা। ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। ফুটবল পরাশক্তি। র‌্যাঙ্কিংয়ে ৩। বিপরীতে ভেনেজুয়েলা একবারও বিশ্বকাপ খেলেনি। র‌্যাঙ্কিংয়ে অবস্থান ২৭। পরিসংখ্যানেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে যোজন যোজন। এমন দুই দলের লড়াইয়ে স্বাভাবিকভাবেই ফেবারিট ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের দুই দলের ম্যাচে ব্রাজিল ১-০ গোলে জিতেছে ঠিকই। কিন্তু জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে তিতের ব্রাজিলকে। যদিও সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা খেলতে নেমেছিল মূল একাদশের চার তারকাকে ছাড়া। সাওপাওলোর মোরুম্বি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে তিতে পাননি নেইমার, ফিলিপে কুটিনহো, ফাবিনিয়ো ও কাশিমিরো। নেইমার খেলেননি মাসল ইনজ্যুরির জন্য। ইনজ্যুরির জন্য একাদশে জায়গা হয়নি কুটিনহো ও ফাবিনিয়োর এবং করোনাভাইরাসের জন্য ছিলেন না কাশিমিরো। ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ জায়ান্ট লিভারপুলের রবার্তো ফিরমিনো।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব শুরুর কথা ছিল মার্চে। কিন্তু করোনাভাইরাসের

জন্য সেটা বন্ধ হয়ে যায়। অক্টোবরে শুরু হয়েছে পুনরায়। এ নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর