রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইতিহাস গড়ল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ল আর্জেন্টিনা

রাগবিতে ইতিহাস গড়ল আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়েছে ২৫-১৫ পয়েন্টে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় আর্জেন্টাইদের। গেল ৩৫ বছরে অন্তত ৩০ বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা। প্রতিবারই হেরেছে। আর্জেন্টিনার এই জয়কে বলা হচ্ছে রাগবির ইতিহাসে সবচেয়ে বড় অঘটন। বিজয়ী দলের কোচ মারিও লেডেমা বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে এমন একটি জয়ের জন্য প্রতীক্ষা করছিলাম। নিজের খেলার স্টাইলও পরিবর্তন করেছি। অবশেষে এল কাক্সিক্ষত বিজয়। আমি জানি, আর্জেন্টাইন জনগণের কাছে এরচেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।’

আর্জেন্টিনা ফুটবলে পরাশক্তি হলেও রাগবিতে নিউজিল্যান্ডের কাছে নিছক ‘শিশু’। সে কারণেই এই হার মানতে পারছে না নিউজিল্যান্ডের ক্রীড়াপ্রেমীরা। তাদের দাবি, কিউই কোচ ইয়ান ফস্টার প্রতিপক্ষকে হালকা করে দেখেছিল। তবে কিউই কোচের দাবি, ‘আমি মোটেও আর্জেন্টিনাকে হালকা করে দেখিনি। আর্জেন্টিনা দুর্দান্ত খেলেই জিতেছে। এই জয় তাদের প্রাপ্যই ছিল। তবে আমরা হতাশ নই। নিউজিল্যান্ড কেমন খেলে তা সবাই জানে। নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। আশা করছি, পরের ম্যাচেই আমরা জয়ে ফিরব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর