রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরু ২৪ নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফট হয়েছে। টুর্নামেন্টটি দিয়ে এক বছরের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরছেন সাকিব আল হাসান। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’-এই চার ক্যাটাগরি থেকে পছন্দের ক্রিকেটার সংগ্রহ করে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিরা। গতকাল বিসিবি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। পাঁচ দলের টুর্নামেন্ট শুরু হবে ২৪ নভেম্বর। ফাইনাল ১৮ ডিসেম্বর। ফাইনালের রিজার্ভ ডে ১৯ ডিসেম্বর। টুর্নামেন্টের মোট খেলা ২৪টি। রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টের প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সূচনা ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। ছুটি দিনে প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাসের জন্য ১৭ মার্চ বন্ধ হয়ে যায় ক্রিকেট। এরপর প্রায় সাত মাস পর মাঠে ফিরে ক্রিকেট। তিন দলের টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরেন ক্রিকেটাররা। এবার টি-২০ টুর্নামেন্ট মাঠে গড়াবে। টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার নেই। স্থানীয় ক্রিকেটারদের নিয়েই দলগুলো খেলবে। টুর্নামেন্টের জন্য বিসিবি স্পন্সর চেয়েছিল। ক্রিকেট বোর্ডের আহবানে সাড়া দেয় পাঁচটি গ্রুপ। পাঁচ বিভাগের নামে দলগুলোর নামকরণ হয়েছে- বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

সর্বশেষ খবর