সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সবার অংশগ্রহণে প্রিমিয়ার লিগ!

ক্রীড়া প্রতিবেদক

সবার অংশগ্রহণে প্রিমিয়ার লিগ!

প্রিমিয়ার হকি লিগ কবে মাঠে গড়াবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটা ব্যাপার নিশ্চিত বলা যায়, যখনই শুরু হোক না কেন এবার সব দলের অংশ গ্রহণে লিগ হবে। বৃহস্পতিবার লিগ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ধারণা ছিল সভায় দল বদল ও লিগের তারিখ নির্ধারণ হবে। অপেক্ষায় থাকতে হবে আরও কিছু দিন। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, লিগ কমিটি এর মধ্যে বাইলজ তৈরি করবে। তারপর সবার মতামত নিয়ে লিগের সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছর প্রিমিয়ার লিগ হচ্ছে না। এটাও আভাস দিয়েছেন ইউসুফ। জানুয়ারিতেই সম্ভাবনা বেশি।

বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল হকির শীর্ষ দল মোহামেডান ও মেরিনার্সের প্রতিনিধিদের উপস্থিতি। গুঞ্জন ছিল দুই দলই লিগ খেলতে অপরাগতা প্রকাশ করবে। এখন বৈঠকে যখন এসেছে তখন সমস্যা আর থাকার কথা নয়। তা ছাড়া মেরিনার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান বরাবরই বলে আসছেন মেরিনার্স লিগ খেলবে না কখনো বলেনি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশাও প্রকাশ করেছেন, সব দলই লিগে অংশ নেবে। ২০১৮ সালের পর প্রিমিয়ার হকি লিগ আর মাঠে গড়ায়নি। আড়াই বছর ধরে অলস সময় কাটাচ্ছেন খেলোয়াড়রা। এ মানসিক দুশ্চিন্তা থেকে তারা কবে মুক্তি পাবেন সেটাই এখন বড় প্রশ্ন।

সর্বশেষ খবর