সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বদলে যাওয়া বাংলাদেশ

২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় দলের কোনো সাফল্য নেই। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলাটাও যেন স্বপ্নে পরিণত হয়েছে

১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ লাল দল। নাম ভিন্ন হলেও এটিই ছিল মূল জাতীয় দল। শিরোপা জয়ের পর ঢাকা শহর যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। ফুটবলাররা ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। এত উৎসবের কারণ কি জানেন? ফিফা স্বীকৃত আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ট্রফি জয়। আমার এখনো চোখে ভাসে মিরপুরে গ্যালারিভরা দর্শকদের সে-কি উল্লাস। এ যেন বিশ্বকাপ জয়ের আনন্দ।

যে দেশে ফুটবলে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। অথচ সেই বাংলাদেশ কোনো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে পারছে না। সাফ গেমসে ফেবারিট হয়েও সোনার দেখা মিলছিল না। হতাশা কাটাতে একটা ট্রফি খুবই জরুরি হয়ে পড়েছিল। আর তা আসে প্রেসিডেন্ট কাপের মাধ্যমে। এখন আরেকটা ট্রফি জয় বাংলাদেশের জন্য খুবই দরকার। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় দলের কোনো সাফল্য নেই। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলাটাও যেন স্বপ্নে পরিণত হয়েছে। একটা ট্রফি খুবই দরকার। এখন তা হাতের মুঠোয় বন্দীই বলা যায়। সতর্ক থাকতে হবে যেন ফসকে না যায়। কোনো সন্দেহ নেই, প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো খেলেই নেপালকে হারিয়েছে। পজিশন বুঝে খেলতে পেরেছে। ফুটবল এখন টেকনিক্যাল গেম। কোচ জেমি ডে সেভাবে প্রস্তুত করছেন। গোল মিসের কারণে বাংলাদেশের অনেক ম্যাচ জয় হাত ছাড়া হয়েছে। আবার শেষ মুহূর্তে হারার রেকর্ড কম নয়। নেপালের বিপক্ষে দেখলাম অন্য এক বাংলাদেশকে। যেন ফুটবলে বদলে যাওয়া নতুন এক বাংলাদেশ। গোল মিস হয়েছে ঠিকই। তারপরও জীবন ও সুফিল যে দুটো গোল করেছেন এককথায় অসাধারণ। অনেকদিন পর মনে রাখার মতো গোল দেখতে পেলাম। প্রতিশোধ নিতে নেপাল অবশ্যই মরণ কামড় দেবে। জয়ে যতই আত্মবিশ্বাসী হলেও জামালদের মনে রাখতে হবে প্রতিপক্ষ হিসেবে নেপাল কোনোভাবেই দুর্বল নয়। ২-০ গোলে জেতায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। ড্র করলেই মুজিবশতবর্ষের ট্রফি জিতবে। তবে আমি বলব জয়ের পরিকল্পনা নিয়েই যেন জামালরা মাঠে নামে।

টানা দুটো জয় পেলে র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন আসবে। তারপর আবার কাতারের বিপক্ষে তা শক্তির টনিক হিসেবে কাজ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর