সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জোড়া পেনাল্টি মিস রামোসের

ক্রীড়া ডেস্ক

জোড়া পেনাল্টি মিস রামোসের

স্পেন এবং রিয়াল মাদ্রিদের পক্ষে সবসময়ই পেনাল্টি শট নেন তিনি। জাতীয় দল ও ক্লাবের পক্ষে ২৫টি পেনাল্টি শট নিয়ে গোল করেছেন। তাই সার্জিও রামোসের ওপর আস্থা রাখাই যায়। এবার অবশ্য সেই আস্থার প্রতিদান রাখতে পারেননি রিয়াল অধিনায়ক। শনিবার রাতে উয়েফা নেশন্স কাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটি নয়, দুই দুটি পেনাল্টি মিস করেন তিনি। তার এই মিসের খেসারত গুণতে হয়েছে স্পেনকে। ১-১ গোলে ড্র করে সুইজারল্যান্ডের সঙ্গে। ‘এ’ গ্রুপে ৫ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেনকে। হেরে ইউক্রেনের পয়েন্ট ৬। গ্রুপের শেষ ম্যাচে স্পেন মুখোমুখি হবে জার্মানির। স্পেন জিতলে জায়গা নিবে সেমিফাইনালে। ড্র করলে জার্মানি খেলবে সেরা চারে। ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ফ্রেউলার বল ধরে ঠান্ডা মাথায় ব্যবধান ১-০ করেন। প্রথমার্ধ শেষ হয় এই ১ গোলেই। ৫৭ মিনিটে পেনাল্টি পায় স্পেন। কিন্তু রামোসের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার। ৭৯ মিনিটে ফের পেনাল্টি পায়। এবারও মিস করেন রামোস। এবারও ঠেকিয়ে দেন সোমার। ম্যাচ যখন অন্তিম মুহূর্তে এবং জয়ের আগাম উৎসব করছে সুইজারল্যান্ড, তখনই ম্যাচে সমতা আনেন স্পেনের জেরার্ড মোরেনো দুর্দান্ত এক গোলে।

সর্বশেষ খবর