মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাঠে নামছে দুই জায়ান্ট

ক্রীড়া ডেস্ক

মাঠে নামছে দুই জায়ান্ট

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে টানা জয়। দুর্দান্ত শুরুর পর তৃতীয় ম্যাচে হোঁচট খায় প্যারাগুয়ের কাছে। বুয়েন্স আইরেসে সফরকারী প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেন লিওনেল মেসিরা। ড্রয়ের পর সফরকারীদের গোলটি নিয়ে ভিআর-এর সমালোচনা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচে ২ পয়েন্ট হারিয়ে টেবিলে আর্জেন্টিনার অবস্থান এখন ব্রাজিলের পর। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মেসিরা আগামীকাল লিমায় খেলতে নামবেন সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট পাওয়া স্বাগতিক পেরুর বিপক্ষে। একই দিন অনুষ্ঠিত হবে আরও চার ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে আতিথেয়তা দিবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এছাড়া মুখোমুখি হচ্ছে ইকুয়েডর-কলম্বিয়া, ভেনেজুয়েলা-চিলি এবং প্যারাগুয়ে-বলিভিয়া।      

ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম ‘দুঃখগাথা’ হচ্ছে ১৯৫০ সালের বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিততে শুধু ড্র করলেই হতো সেলেকাওদের। মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে হারলে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হয়নি ব্রাজিলের। এরপর থেকেই উরুগুয়ে ব্রাজিলের ফুটবল শত্রু। এখনো সেই শত্রুতা রয়ে গেছে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় মন্টেভিডিওতে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বকাপ বাছাইপর্বে পুরস্পরের মুখোমুখি হচ্ছে। আগের তিন ম্যাচে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে তিতের ব্রাজিল। এক হারে ৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলতে নামছে দলের সেরা তারকা নেইমারকে ছাড়া। প্যারিস সেন্ট জার্মেইনের তারকা ফুটবলার পায়ের ইনজুরির জন্য খেলতে পারেননি ভেনেজুয়েলার বিপক্ষে। তার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে সেলেকাওরা। যদিও ম্যাচটি ব্রাজিল জিতেছিল ঘাম ঝরিয়ে। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন রবার্তো ফিরমিনো ৬৭ মিনিটে। দেখা যাবে না কৌতিনহো, ফাবিনহো ও মিলিটানোকে। করোনাভাইরাসের জন্য নেই কাশিমিরো। মূল একাদশের এসব তারকা ফুটবলারদের ছাড়া তিতের ভরসা এখন ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, রিশার্লিশনরা।

 তৃতীয় জয়ের টার্গেটে পূর্ণ শক্তির একাদশ নামাচ্ছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ। দলের দুই তারকা লুইস সুয়ারেজ ও এডিসন কাভানি রয়েছেন দুরন্ত ফর্মে। কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে দুজনই গোল করেছেন।

 

বাছাইপর্ব (১৮ নভেম্বর)

 ম্যাচ         সময়

ইকুয়েডর-কলম্বিয়া      ভোর ৩টা

ভেনেজুয়েলা-চিলি        ভোর ৩টা

উরগুয়ে-ব্রাজিল          ভোর ৫টা

প্যারাগুয়ে-বলিভিয়া    ভোর ৫টা

পেরু-আর্জেন্টিনা           সকাল সাড়ে ৬টা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর